আমাদের ভারত, হুগলী, ৩০ আগস্ট: শ্রীরামপুরের সাংসদ আইন জানেন না। ওর ওকালতি হারার জন্যই। কোনও দিন কোনও কেস জিততে পারেননি। তাই সাংসদ থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করেন। ডানকুনিতে রক্তদান শিবিরে এসে এমনই কটাক্ষ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং’য়ের। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়েও আমফান দুর্নীতি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বিরোধিতা করা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন অর্জুন।

তাঁর বক্তব্য আমফানের টাকা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে হেলিকপ্টারে যেতে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর, অথচ সেই টাকা চুরি করে ধরা পড়লে কেন্দ্রীয় সরকার খুব খারাপ। লকডাউন কাটিয়ে এবার সাধারণ মানুষকে কাজে যোগ দিতে আটকে হঠাৎ হঠাৎ লকডাউন করাটা এরাজ্যের সরকারের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন অর্জুন সিং।

