দেওয়ানিতে খারিজ হলেও মথুরা জেলা আদালতে গৃহীত হল শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা, দাবি সরাতে হবে ইদগাহ

আমাদের ভারত,১৭ অক্টোবর: অযোধ্যায় শ্রীরাম জন্ম ভূমির পর মথুরা শ্রীকৃষ্ণের জন্ম ভূমির জমি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শ্রীকৃষ্ণ বিরাজমানের তরফে রঞ্জনা অগ্নিহোত্রী ও ৬ জন ভক্ত আদালতের জমির অধিকার চেয়ে মামলা করেছেন। মন্দির চত্বরে থাকা ইদগাহ সরাতে হবে। এমনটাই এই মামলার দাবি।

এই মামলা আদালত গ্রহণ করবে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। কারণ ১৯৯১ সালে প্রণয়ন হাওয়া আইন অনুযায়ী দেশে কোনো উপাসনা স্থলে চরিত্র বদলানো যাবে না। স্বাধীনতার সময় যে উপাসনা স্থল যেমন অবস্থায় ছিল তেমনই রাখতে হবে। আর এই নিয়ে দেশের কোন আদালতে আবেদন গ্রহনেও নিষেধাজ্ঞা ছিল।

এদিন মথুরা জেলা আদালত এই মামলা গ্রহণ করেছে। এর আগে মথুরার নগর দেওয়ানী এই মামলার আবেদন খারিজ করেছিল। শ্রীকৃষ্ণ বিরাজমানের আইনজীবীর দাবি এই মামলায় মন্দিরের চরিত্র বদলের আবেদন করা হয়নি। বরং মন্দির কর্তৃপক্ষ হকের জমি চেয়েছে। ১৩.৩৭ একর জমিতে সপ্তদশ শতক থেকে শাহী ইদগাহ রয়েছে। সেই ইদগাহ সরানোর দাবিতেই এই মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *