পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের ফুটবল ময়দানে শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে শ্রাবণী মেলার আয়োজন করা হয়। যার শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার সন্ধ্যায়। জানা গিয়েছে, এই বছর ২৪তম বর্ষে পদার্পণ করল এই শ্রাবণী মেলা।
এদিন ফিতে কেটে এই মেলার উদ্বোধন করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সহ-সভাপতি সিরাজুল পাঠান, শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী অশোক টুডু, পুজো কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সম্পাদক রাজেশ ঘোষ, উপদেষ্টা কমিটির সদস্য কমল সাহা হিমাংশু সরকার সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা।