বনবাণী ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব পালন গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ মার্চ: রঙ্গিন বসন্তের ছোঁয়া লাগল গোপীবল্লভপুর বাসীর মনে। এতদিন ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু বিচ্ছিন্ন জায়গায় হোলি খেলার প্রচলন থাকলেও এই প্রথম গোপীবল্লভপুরের “বন বানী ” ক্লাব আনুষ্ঠানিক ভাবে বসন্ত উৎসব পালনে এগিয়ে এল।

এদিন গোপীবল্লভপুরের কুঠিঘাট সংলগ্ন এলাকায় মহা সমারোহে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকে ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে অংশ নিয়ে যেমন একে অপরকে দোলের রঙ্গে রাঙ্গিয়ে দেন তেমনই মঞ্চে আয়োজন হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করেন কচিকাঁচা থেকে শুরু করে বন বানী ক্লাবের সাধারণ সদস্যরা।

এবিষয়ে ক্লাবের সম্পাদক সন্দীপন দাস বলেন, আমরা বন বানী ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর মহালয়ার অনুষ্ঠান পালন করে থাকি। তাছাড়া বিভিন্ন সময় রবীন্দ্র নজরুল এর জন্মদিনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকি। কিন্তু এবছর এই প্রথম বসন্ত উৎসবের আয়োজন বন বানী ক্লাবের পক্ষ থেকে।আর প্রথম উদ্যোগে মানুষের আগ্রহও লক্ষ্য করার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *