পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: বসন্ত উৎসবে মেতেছিলো মেদিনীপুর শহরবাসী। আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে পালিত হলো মেদিনীপুর বসন্ত উৎসব। এই উৎসবটি এবছর ৪৩তম বর্ষে পদার্পণ করল।
উপস্থিত ছিলেন মেদিনীপুরের পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা ও অলোক বরণ মাইতি সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরবাসীরা।