জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ মার্চ:
ঝাড়গ্রাম শহরে জঙ্গল মহল উদ্যোগ ও আস্থা নামক সংস্থার যৌথ ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় বসন্ত উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাসন্তিক হলুদ উৎসবের সূচনায় আয়োজন করা হয়েছিল প্রভাত ফেরীর। শোভাযাত্রার উদ্বোধন করেন ঝাড়গ্রাম পৌরসভার নবনির্বাচিত পৌর প্রধান কবিতা ঘোষ।
শোভাযাত্রায় অংশ নিয়ে ছিলেন জঙ্গলমহল উদ্যোগের প্রিয়ব্রত বেরা, পিনাকী প্রসাদ রায়, ভবতোষ মন্ডল, কল্লোল তপাদার সহ দুই সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। প্রভাত ফেরীর পর জেলাশাসকের দপ্তরের সামনে বৈকালিক পার্কে রঙে রঙে রঙ্গিন হয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।