আমাদের ভারত, মালদা, ১৬ মার্চ: বসন্ত উৎসব পালন করল মালদা বার্লো উচ্চ বালিকা বিদ্যালয়। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে রঙিন আবির মাখিয়ে একে অপরকে দোল উৎসবের শুভেচ্ছা জানায় ছাত্রীরা। দীর্ঘ মহামারী পেরিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন ছাত্রীদের নিয়ে পালন করা হয় বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপশ্রী মজুমদার সহ অন্যান্য শিক্ষিকারা।
এদিন ছাত্রীরা গান, রবীন্দ্র নৃত্য এবং ডান্ডিয়া নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসবে মেতে ওঠে। এই প্রথম বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হয়। দীর্ঘ মহামারী কাটিয়ে উৎসবের আয়োজন করা হয়। ছাত্রী এবং শিক্ষিকাদের মধ্যে অতি উৎসাহ দেখা যায় বসন্ত উৎসবকে কেন্দ্র করে বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপশ্রী মজুমদার।