Sukanta, BJP, পদত্যাগ পত্রে ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানানটাই ভুল লিখেছেন, ভুল ধরিয়ে তুমুল সমালোচনা সুকান্তর

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: সাদা পাতায় পদত্যাগ পত্র লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন অরূপ বিশ্বাস। তাঁর মূল বক্তব্য ছিল, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। অরূপ বিশ্বাসের সেই পদত্যাগ পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে‌। কিন্তু সেই চিঠি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র নিয়ে বিজেপি নেতা তুমুল সমালোচনা করেছেন গোটা তৃণমূল দলের।

অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন সুকান্ত মজুমদার। সেই চিঠিতে বানান ভুল রয়েছে বলে দাবি করেছেন তিনি। অরূপ বিশ্বাসের লেখা চিঠিতে বানান ভুলের অংশ দুটি লাল কালি দিয়ে মার্ক করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুকান্ত মজুমদার। যে দুটি বানান ভুলের দাবি সুকান্তবাবু করেছেন, সেগুলি হল— “ক্রিয়াঞ্জন” ও “ক্রিয়ামন্ত্রী”।

সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মুখে জয় বাংলা স্লোগান দিয়ে দিনভর বাঙালি অস্মিতা নিয়ে ধোঁকাবাজির রাজনীতি করেন পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার মন্ত্রীসভা এবং দল তৃণমূল কংগ্রেস যে এমন অশিক্ষিতদের দিয়ে পরিপূর্ণ তার কোনো খোঁজই তিনি রাখেন না।

নিচে লাল মার্ক দিয়ে দেখানো হয়েছে যে, পদত্যাগের চিঠিতে ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া শব্দটির বানান বারবার ভুল করেছেন।

তৃণমূলের এক মাতব্বর নেতা সামাজিক মাধ্যমে যে পোস্ট করে মন্ত্রীর চিঠি প্রকাশ্যে এনেছেন, তিনি দুইবার দুটি চিঠি পোস্ট করেছেন, যদিও কোনোটিতেই ভুলের অভাব নেই।

সুকান্ত মজুমদার কটাক্ষ করে লিখেছেন, এটাই তৃণমূল। অশিক্ষিত, দুর্বিনীত এবং অমার্জিত। সুকান্ত মজুমদার এই পোস্ট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়’কে ট্যাগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র নিয়ে নেটিজেনরাও সমালোচনা করেছেন। তাদের অনেকেই দাবি করেছেন, এভাবে সাদা পাতায় পদত্যাগ করা যায় না। আবার অনেকেই এটিকে আই ওয়াশ বলে মন্তব্য করেছেন। আবার অনেকে স্বাগত জানিয়েছেন অরূপ বিশ্বাসের পদত্যাগকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *