আমাদের ভারত, ৫ নভেম্বর: ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’র অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার দিশম রাজ হাঁসদা সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত এআইএফএফ ফিফা অ্যাকাডেমীতে সুযোগ পেয়েছে। বুধবার রাজকে ‘অফুরন্ত শুভেচ্ছা’ জানালেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিন অরূপবাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ২০২৪ সালে অনুষ্ঠিত এআইএফএফ অনূর্ধ্ব ১৫ আই লিগে স্ট্রাইকার হিসাবে ১০ ম্যাচে ৭ গোল করে এবং অ্যাকাডেমীতে অনুশীলনের জন্য সুযোগ পায়। সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত অনুশীলনে অংশ নিয়ে ২১ জনের চূড়ান্ত দলে সুযোগ পায়।
রাজ হাঁসদাকে জানাই উজ্জ্বল ভবিষ্যতের জন্য অফুরন্ত শুভেচ্ছা। একই সঙ্গে ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’-র সঙ্গে যুক্ত প্রশিক্ষক, সমর্থক কর্মী ও আধিকারিকদের জানাই আন্তরিক অভিনন্দন।”

