Sports Minister, Football, জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী

আমাদের ভারত, ২১ আগস্ট: ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে বিশ্বধর্ম মহাসভায় ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৫ সেই ঐতিহাসিক ঘটনার ১৩৩ বছর। ওই একই সালে প্রতিষ্ঠিত হয় আইএফএ।

বিষয়টি মাথায় রেখে স্বামীজির শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে যুব কল্যাণ ও ক্রীড়া দফতর, আই এফ এ’র সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চলেছে ‘স্বামী বিবেকানন্দ কাপ- জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ।বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরে এক সাংবাদিক সম্মেলনে এয়কথা বলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

তিনি বলেন, রাজ্যের ২৩টি জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার ৮টি ক্লাব নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। জেলা চ্যাম্পিয়নরা অন্য জেলা চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে। তারপরে নির্ধারিত হবে রাজ্যের চ্যাম্পিয়ন জেলা ও রাজ্যের রানার্স জেলা।

প্রতিযোগিতা শুরু হবে ১১ সেপ্টেম্বর ২০২৫ থেকে। শুভারম্ভ হবে স্বামীজীর তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে। মোট ৩৯০টি খেলা হবে। যে জেলার খেলোয়ার সেই জেলাতেই খেলতে পারবে। ফাইনাল হবে মার্চ ২০২৬- এ।

সর্বমোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। মাননীয় মন্ত্রী আরো বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য একদিকে স্বামী বিবেকানন্দের আদর্শ জেলায় জেলায় যুব সম্প্রদায় ও এই প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া আর অন্যদিকে বাংলার ফুটবলের সাপ্লাই লাইন তৈরি করা। এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা থেকে উঠে আসবে ফুটবল প্রতিভারা বলেও জানান অরূপবাবু।

প্রসঙ্গত, ক্রীড়ামন্ত্রী বরাবরই কলকাতা লিগের ক্লাবগুলিতে আরো বেশি করে ভূমিপুত্র খেলানোর বিষয়টি নিয়ে জোর দিচ্ছেন। যদিও ক্লাবগুলোর দাবি ছিল, সেভাবে ভূমিপুত্ররা উঠে আসছে না। এই টুর্নামেন্টের মাধ্যমে সেই প্রতিভারা উঠে আসবে বলেও মনে করা হচ্ছে।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই এফ এ) এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, আই এফ এ’র সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *