বুদবুদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

জয় লাহা, দুর্গাপুর, ১৭ ফেব্রুয়ারি: বুদবুদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক দিবসীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বুদবুদের ছাত্র সমিতি খেলার মাঠে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন গলসির বিধায়ক নেপাল ঘরুই। এছাড়াও উপস্থিত ছিলেন, গলসি-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রকেয়া বেগম, সহ সভাপতি অনুপ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতা জাকির হোসেন প্রমুখ।

প্রতিযোগিতার উদ্যোক্তা তথা বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু জানান, “১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌড়, লং জাম্প, হাইজাম্প, ভলিবল, কাবাডি সহ ২৪ টি ইভেন্টের খেলা হয়। খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। এছাড়াও দলগত খেলায় বিজয়ীদের ট্রফি ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়।”

তৃণমূল নেতা জাকির হেসেন বলেন, “গ্রামে গ্রামে এধরনের নানান খেলা করার মূল উদ্দেশ্য, কোভিড আবহে মানুষ একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছিল। তাই মানুষের সঙ্গে জনসম্পর্ক ও মেলবন্ধন করা। এছাড়াও প্রতিভাবানদের আত্মপ্রকাশ করার সুযোগ করে দেওয়া।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *