আমাদের ভারত, নদিয়া, ১৮ জানুয়ারি: আবারও ভেজাল রান্নার মশলা তৈরির কারখানায় হানা রানাঘাট জেলা পুলিশের, উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো ও সেই গুঁড়ো তৈরির সরঞ্জাম। শান্তিপুরের পর এবার আড়ংঘাটায় রান্নার কাজে ব্যবহৃত এক গুঁড়ো মশলা তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো বাজেয়াপ্ত করলো ধানতলা থানার পুলিশ।
সুত্রের খবর, শুক্রবার বিকেলে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ধানতলা থানার আড়ংঘাটা এলাকার একটি গুঁড়ো মশলা তৈরির কারখানায় বেআইনি ভাবে রান্নার কাজে ব্যবহৃত ভেজাল হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো তৈরি হচ্ছে। আর এর পরেই ধানতলা থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো এবং তা তৈরির কাজে ব্যবহৃত হলুদ রং, চালের গুঁড়ো সহ অন্যান্য গুঁড়ো মশলা বাজেয়াপ্ত করে। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, হলুদের সঙ্গে চালের গুঁড়ো জাতীয় কিছু মিশিয়ে তাতে রং ব্যবহার করে নকল হলুদ গুঁড়ো তৈরি করেছিল। শনিবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ।