আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ ফেব্রুয়ারি: ঝাড়গ্রামের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুকুমার হাঁসদার ছেলেকে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করা নিয়ে দলের মধ্যেই জল্পনা বাড়ছে।
জানাগেছে, প্রশান্ত কুমারের টিমের নির্দেশে প্রয়াত বিধায়কের ছেলে সুরজিৎ হাঁসদা বাবার রিপোর্ট কার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। যা নিয়ে জেলা তৃণমূলে জোর জল্পনা শুরু হয়েছে। এগারো সালের নির্বাচনে জয়ী হওয়ার পর সুকুমার হাঁসদা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন। আড়াই বছর সেই মন্ত্রিত্ব সামলানোর পর তাকে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে মন্ত্রী করা না হলেও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শেষের দিকে বিধানসভার উপাধ্যক্ষ পদে বসানো হয় তাকে। গতবছর কোভিড আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এরপর ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে প্রশান্ত কুমারের টিম অনুসন্ধান শুরু করে। জানাগেছে, তাদেরই পরামর্শে সুকুমার পুত্র সুরজিৎ হাঁসদা বাবার দু’দফার বিধায়ক কালে তার বিধায়ক তহবিল থেকে এবং তার চেষ্টায় ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেই তথ্য সংগ্রহ করছেন।
এ বিষয়ে সুরজিৎ জানিয়েছেন, বিশদে তথ্য সংগৃহীত হয়েছে। সেই সব তথ্য সাঁওতালি ও বাংলা ভাষায় প্রচার করার জন্য মুদ্রণের কাজ চলছে। সুকুমার বাবুর একত্রিশ বছর বয়সের তথ্যপ্রযুক্তির ইঞ্জিনিয়ার ছেলে সুরজিৎ বছর তিনেক আগে চাকরি ছেড়ে বিভিন্ন কাজে বাবাকে সাহায্য করা শুরু করেন। কর্মসূত্রে দীর্ঘদিন বাইরে থাকায় ঝাড়গ্রাম এলাকায় তার পরিচিতি নেই বললেই চলে। তাই রাজনীতির ময়দানে নেমে বিধানসভা নির্বাচনে তার লড়াইকে তৃণমূলের নতুন মুখ নিয়ে আসার প্রয়াস বলেই রাজনৈতিক মহল মনে করছে।