গার্হ্যস্থ হিংসা প্রতিরোধ বিষয়ে বিশেষ কর্মশালা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ সেপ্টেম্বর: গার্হ্যস্থ হিংসা একটি দীর্ঘদিনের সামাজিক সমস্যা। যা দিন দিন সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। এই হিংসায় বলি হয়েছেন বহু মানুষ। যাতে মহিলারাই সব থেকে বেশি ভুক্তভোগী। বর্তমানে এই হিংসা প্রতিরোধে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্যের মহিলা কমিশন। সাথে রয়েছে নানান সামাজিক সংগঠন। বলা হয়, এই গার্হ্যস্থ হিংসার সাথে আরও একটি বিষয় ওতোপ্রতো ভাবে জড়িত। সেটি হল মানসিক স্বাস্থ্য। বুধবার এই ২ টি বিষয় নিয়েই পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সি মেমোরিয়াল হলে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমাশাসক কিংশুক মাইতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সঞ্চারী রায় মুখার্জি, রেজিস্ট্রার দুর্লভ সরকার, কলা বাণিজ্য বিভাগের ডিন কালিশংকর তিওয়ারি সহ অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া ও গবেষকরা। গার্হস্থ্য হিংসা প্রতিরোধে ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এদিন দীর্ঘ আলোচনা করা হয়।

পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, বর্তমানে গার্হস্থ্য হিংসার পাশাপাশি মানসিক অবসাদ দূর করতে টিম তৈরী করে কাজ করছে মহিলা কমিশন। যে সব মানুষজন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সর্বক্ষণ অবসাদে ভুগছেন তাদের চিহ্নিত করে তাদের মানসিক সুস্থতা ফিরিয়ে আনার পাশাপাশি গার্হস্থর‍্য হিংসা রোধে পারস্পরিক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে বদ্ধ পরিকর মহিলা কমিশন।

অন্যদিকে এমন একটি সামাজিক বিষয়ে কর্মশালার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সঞ্চারী রায় মুখার্জি। তিনি বলেন, এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কর্মশালা হয়েছে তার মধ্যে এটি অতি গুরুত্বপূর্ণ। এর দ্বারা মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগ্রত হবে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *