স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ অক্টোবর: আজ বিজয় দিশমী। বিজয় দশমী মানে মিষ্টি মুখের পালা। তাই আপামর বাঙালি বিজয় দশমীতে বাড়ি বাড়ি মিষ্টি নিয়ে গিয়ে আত্মীয়স্বজনকে মিষ্টি খাইয়ে প্রণাম করা, আর্শিবাদ দেওয়া হয়। তার জন্য ভালো মিষ্টি চাই। এবারের দশমীর স্পেশাল মিষ্টি নিয়ে এসেছেন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার টাউন ক্লাবের পাশে অবস্থিত রসরাজ মিষ্টির দোকান।
রসরাজে ৫ টাকা থাকে শুরু করে ২০ টাকার পর্যন্ত ভালো সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। বিজয়া দশমী উপলক্ষে তারা এবার বিজয় দশমী মিষ্টি তৈরি করেছে। নিম্নবিত্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই মিষ্টি দাম রেখেছে ১০ টাকা। কারন এবার করোনা অবহে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে সে কথা মাথায় রেখে তারা কম দামের এই বিজয় দশমীর স্পেশাল মিষ্টি তৈরি করেছেন।
দোকানের কর্নধার দেবব্রত বসু জানিয়েছেন, প্রতিবছর আমরা বিজয়া দশমীতে শহরবাসীদের জন্য নতুন নতুন ধরনের স্পেশাল কিছু মিষ্টি তৈরি করে থাকি। প্রতিবারের মতো এবারও বিজয়া দশমী স্পেশাল মিষ্টি তৈরি করা হয়েছে। মধ্যবিত্ত সাধারণ মানুষদের কথা চিন্তা করে। অনুপ চৌধুরী নামে এক ব্যক্তি জানিয়েছেন, প্রতিবার এই দোকানে বিজয় দশমী উপলক্ষে নতুন নতুন মিষ্টি তৈরি করে থাকে৷ এবারও তারা বিজয় দশমী উপলক্ষে স্পেশাল মিষ্টি তৈরি করেছে। খুব ভালো লাগছে। মিহির কুন্ডু নামে এক ব্যক্তি জানিয়েছেন, বাড়িতে বিজয় দশমী করতে আত্মীয় স্বজনরা আসেন, তাদের মিষ্টি মুখ করতে প্রতিবছর এই দোকানে মিষ্টি কিনতে আসা হয়।