গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩০ নভেম্বর: গোঘাটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে বাড়তি নজরদারি। নিরাপত্তা বিষয়ে নজর রাখতে ও সাধারণ মানুষের কাছে আস্থা বাড়াতে বাইক পেট্রোলিং করছে গোঘাট থানার পুলিশের।
জানাগেছে, এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে গোঘাট থানার ওসির নেতৃত্বে বিভিন্ন জায়গায় সন্ধের পর থেকে রাত পর্যন্ত জনবহুল এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। চুরি, ডাকাতি ও দুষ্কৃতিতে দমন করতে এবং তার পাশাপাশি নারী নিরাপত্তা, ট্রাফিক সচেতনতা এবং জনগণের মধ্যে ভরসা জোগাতে বিশেষ টহলদারি চালানো হচ্ছে। নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা তা সাধারণ মানুষজনদের সাথে কথা বলেন জানতে চান পুলিশ।

