অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ নভেম্বর: ঝাড়গ্রামের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ও গোপীবল্লভপুরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো করোনা সংক্রমণে আক্রান্ত খবরে ঝাড়গ্রাম জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। করোনায় আক্রান্ত ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ও গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতোকে শনিবার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার ফলে ঝাড়গ্রাম জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরেই রবিবার ঝাড়গ্রাম লোকসভার দুই বিধায়কের সুস্থতা কামনা করে শ্রীপাট গোপীবল্লভপুর গুপ্ত বিন্দাবন ঠাকুরবাড়ির রাধা গোবিন্দ জিউর মন্দিরে বিশেষ পুজো দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারন সম্পাদক সত্যরঞ্জন বারিক ও গোপীবল্লভপুর ১নম্বর ব্লক তৃণমূলের ব্লক সভাপতি হেমন্ত ঘোষ।