আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ সেপ্টেম্বর: নারী সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মহিলা পুলিশ কর্মীদের দ্বারা পরিচালিত বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান “আদ্যার” শুভ সূচনা করলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া। এদিন ব্যারাকপুরে নগরপাল অফিসে কমিশনারেটের অন্তর্গত নারীদের সুরক্ষা এবং তাদের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে এই বিশেষ পরিষেবা পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। মূলত আর জি কর কান্ড থেকে শিক্ষা নিয়েই ব্যারাকপুর সিটি পুলিশের এই ধরনের অভিনব উদ্যোগ।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে নগরপাল ছাড়াও হাজির ছিলেন, ব্যারাকপুরের ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন, ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন তিনটি “আদ্যা” পেট্রোলিং ভ্যানের পাশাপাশি পুলিশের উইনার্স টিমের ব্যবহারের জন্য ২৫ ব্যাটারি চালিত সাইকেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আপাতত কমিশনারেটের নর্থ, সাউথ ও সেন্ট্রাল জোনের নারী সুরক্ষায় একটি করে আদ্যা পেট্রোলিং ভ্যানকে কাজে লাগানো হবে। পাশাপাশি শহরাঞ্চলের অলিগলিতে উইনার্স টিমের টহলদারিতে ব্যাটারি চালিত সাইকেলগুলিকে কাজে লাগানো হবে।