বিশেষ জবকার্ড ভিনরাজ্যের শ্রমিকদের

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৩ মে: একদিকে আলিপুরদুয়ারের ভূমিপুত্র, অন্যদিকে ভিনরাজ্যে গিয়ে কাজ হারিয়ে লকডাউনে আবার নিজের জেলাতেই ফিরে এসেছেন। কমবেশি প্রায় ৮০০০জন শ্রমিক আলিপুরদুয়ারের ৬৬টি গ্রাম পঞ্চায়েতে রয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সব কাজ হারানো শ্রমিকদের হাতেও জব কার্ড তুলে দেবে গ্রাম পঞ্চায়েতগুলি। এই মর্মে বুধবার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের অবগত করলেন জেলা পরিষদের সভাধীপতি শিলা দাস সরকার।

বুধবার সভাধীপতি বলেন,“মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ ভিডিও কনফারেন্স হয়েছে। পরিস্কার নির্দেশ পেয়েছি। ১০০ দিনের কাজে যারা জেলায় ফিরে এসেছেন তাদেরও যুক্ত করা হবে। প্রধানদের বলা হয়েছে। নামের তালিকা তৈরি শুরু হচ্ছে। যারা কাজ হারিয়ে এসেছেন তাদের উপার্জনের একটা রাস্তা আমরা তৈরি করে দিতে চাইছি।”
জানাগেছে, ১৫ অর্থ কমিশনের বরাদ্দ টাকাও দ্রুত পাবার কথা জেলার। প্রতিটি গ্রাম পঞ্চায়েত তাতে অনেকটাই অর্থ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *