আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ আগস্ট: রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জি সারা বাংলা জুড়ে যুবশক্তির সূচনা করেছেন। কয়েক লক্ষ যুবক এই যুব শক্তিতে নাম নথিভুক্ত করেছেন। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় গ্রামে গ্রামে কাজ করছে এই যুব যোদ্ধারা।
এবার বাংলার যুব শক্তি কর্মসূচিকে জাগ্ৰত করতে বিশেষ উদ্যোগ গ্ৰহন করলো মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। রবিবার সকালে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে এলাকার সকল যুব যোদ্ধা ও যুব নেতৃত্বদের নিয়ে এক বিশেষ আলোচনা সারলেন যুবশক্তির জেলা পর্যবেক্ষক তথা বড়ঞা ব্লক যুব তৃণমূলের মাহে আলম।
এদিনের এই আলোচনা সভা থেকে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোর্শেদ জানান, যুবশক্তি কর্মসূচির সাফল্য অর্জন করা সকলের নৈতিক দায়িত্ব। পাশাপাশি এলাকার যুব যোদ্ধাদের উদ্দেশ্যে মাহে আলম বলেন, এলাকার সমস্ত প্রান্তে এই কর্মসূচির বাস্তবায়ন করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে যুব যোদ্ধাদের।
যুব তৃণমূল সভাপতি মাহে আলম জানান, বড়ঞা ব্লকের প্রতিটা এলাকায় যুব যোদ্ধারা কাজ করবে। মানুষের যে কোনও অভাব অভিযোগ ও সমস্যা হলে পাশে দাঁড়িয়ে কাজ করবে। অভিষেক ব্যানার্জি ও জেলা তৃণমূল কো-অডিনেটর সৌমিক হোসেনের নির্দেশে আমরা এই কাজ করে চলেছি বলে জানান তিনি।

