আমাদের ভারত, হাওড়া, ১২ ডিসেম্বর: ডেঙ্গু প্রতিরোধ, জল অপচয় বন্ধ এবং প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে বৃহস্পতিবার উলুবেড়িয়ায় সচেতনতা পদযাত্রা করল উলুবেড়িয়া পৌরসভা। এদিন সকালে উলুবেড়িয়া কলেজ থেকে পদযাত্রা বের হয়ে ২২ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এদিন পদযাত্রার পাশাপাশি বিভিন্ন রাস্তাঘাট ঝাঁট দিয়ে পরিষ্কার করার পাশাপাশি মশা মারার তেল ও ধোঁয়া স্প্রে করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান সহ অন্যান্য ব্যক্তিরা।
এদিন চেয়ারম্যান অভয় দাস জানান, পৌর এলাকার নাগরিকদের সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ। তিনি জানান, আগামী দিনে পুরসভার প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হবে।