বগটুই গ্রামের কৃতকার্য ছাত্রছাত্রীদের বিশেষ সম্মান জেলা শাসকের

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৪ জুন: রোমহর্ষক স্মৃতি ভুলে বগটুই গ্রামের ২৬ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে কৃতকার্য হয়েছেন। তাদের মানসিকতা ও সাহসিকতাকে সম্মান জানালেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। সেই সঙ্গে রামপুরহাট মহকুমার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হল রামপুরহাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ রামপুরহাটের বগটুই গ্রামের মোড়ে, জাতীয় সড়কের উপর বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূল নেতা ভাদু শেখকে। তার বদলা নিতে গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করে জীবন্ত পুড়িয়ে মারা হয় ১০ জনকে। ওই গ্রামেই এবার ছিল ২৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার পরে পরেই জেলা শাসক বিধান রায় গ্রামে গিয়ে পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সাহস জোগান। প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ছাত্রছাত্রীদের গ্রাম থেকে উঠিয়ে নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ঘরে রেখে পড়াশোনার ব্যবস্থা করে দেন। বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের দিয়ে কোচিংয়ের ব্যবস্থা করেছেন। পরীক্ষার দিন তাদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। তাঁরা সকলে উত্তীর্ণ হওয়ায় খুশি প্রশাসন থেকে জিম্মিও।

মঙ্গলবার রামপুরহাট মহকুমা শাসকের সভাকক্ষে এই সমস্ত সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিল প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, রামপুরহাটের মহকুমা শাসক সাদ্দাম নাভাস সহ বিভিন্ন ব্লকের আধিকারিকরা। অনুষ্ঠানে রামপুরহাট এলাকার প্রায় ২০ জন কৃতি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে পুস্পস্তবক ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হল। তার মধ্যে বগটুই গ্রামেরেই ছিলেন ১৪ জন ছাত্রছাত্রী। প্রশাসনের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশী ছাত্র-ছাত্রীরা।

জেলা শাসক বিধান রায় বলেন, “রামপুরহাট মহকুমায় বেশ কয়েকজন ছেলেমেয়ে রাজ্যে মেধা তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে। পাশাপাশি বগটুই গ্রামের ২৬ জন ছেলেমেয়ে প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে কৃতকার্য হয়েছে তাতেও আমরা খুশি। তাঁরা হয়তো দশে জায়গা করতে পারেনি কিন্তু তাদের যে মানসিকতা তা শিক্ষণীয় বিষয়। তাই এদিন তাদের আমরা উৎসাহিত করলাম। আগামী দিনে তাদের পাশে থাকবে প্রশাসন। আমরা তাদের পাশে ছিলাম বলেই ওরা কৃতকার্য হয়েছে তাই নয়, ওদের নিজেদের মধ্যে মেধা ছিলই। আমরা শুধু তাদের ভীতি কাটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *