Meeting, Vidyasagar University, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের আয়োজনে বিশেষ আলোচনা সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের আয়োজনে বুধবার এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার শিরোনাম ছিলো “কার্যকরী ন্যানো পোরাস এবং দ্বিমাত্রিক ন্যানো মেটেরিয়াল।” আলোচনা সভার সূচনা করেন মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন আমেরিকার দক্ষিণ ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈকত তলাপাত্র।

ধানের খড়কে বিশেষ পদ্ধতিতে পুড়িয়ে তার থেকে যে ন্যানো কার্বন পাওয়া যাবে তা কার্বন ডাইক্সাআইড শোষণ করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে। এই ব্যাপারে তিনি আইআইটি খড়্গপুরের গবেষণার প্রশংসা করেন। তাঁর আশা এই গবেষণা ভবিষ্যতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা নিতে পারবে। পাশাপাশি দ্বিমাত্রিক ন্যানো মেটেরিয়ালস- এর নানান ব্যবহারিক দিক তুলে তা ভবিষ্যতে মানব সমাজের বিভিন্ন উপকারে আসতে পারে বলে জানান।

এই প্রথম আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে একজন ফুলব্রাইট স্কলার বক্তব্য রাখতে বিশ্ববিদ্যালয়ে এলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *