আমাদের ভারত, দিঘা, ২ সেপ্টেম্বর: পূর্ণিমার কোটালের ফলে দিঘা সহ সমুদ্র উপকূল এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তাই দিঘা, শঙ্করপুর মান্দারমণি ও তাজপুর সহ সমুদ্র উপকূল এলাকায় সর্তকতা জারি করল প্রশাসন। গত কয়েকদিন ধরে লাগাতার নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকা সহ আশেপাশের এলাকায় বৃষ্টি লেগেই রয়েছে। ফলে পর্যটকদেরকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি। এবার ফের জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় জারি করা হল সর্তকতা। আজ ২ সেপ্টেম্বর থেকে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত দিঘার সমুদ্র সৈকতে জারি করা হয়েছে সর্তকতা। পর্যটকদেরকে সমুদ্রে নামার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দীর্ঘ লকডাউন কাটিয়ে গত আগস্ট মাস থেকে দিঘা মন্দারমণি ও তাজপুরে পর্যটকদের আগমন শুরু হয়েছে। কিন্তু কৌশিকী অমাবস্যার পর থেকে প্রায়ই বৃষ্টি লেগেই রয়েছে। গত অমাবস্যার সময় প্রবল জলোচ্ছাস হয়েছে সমুদ্রে। গাড়োয়াল টপকে জল ঢুকেছে এলাকায়। এবার আবার পূর্ণিমার সময় জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় সমুদ্র সৈকতে জারি হল সর্তকতা। দিঘা ও দিঘা কোস্টাল থানার পক্ষ থেকে বুধবার সকাল থেকে চলে মাইকিং প্রচার। ২ সেপ্টেম্বর থেকে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন সেজন্য প্রচার করা হয়। জলোচ্ছ্বাসের সময় সৈকত চত্বরে চলবে বিশেষ নজরদারি। সব রকমের দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন রাখা হয়েছে নুলিয়া।

