সঙ্কটজনক করোনা রোগীদের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ নভেম্বর :
সঙ্কটজনক করোনা রোগীদের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হলো হাই ডিপেন্ডেন্সি ইউনিট| মঙ্গলবার ২৬ শয্যা বিশিষ্ট এই বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু, হাসপাতাল সুপার তন্ময় ডাঃ কান্তি পাঁজা, ডাঃ সৌম্যশঙ্কর সড়ঙ্গী সহ অন্যান্যরা।

উদ্বোধনের পরে জেলাশাসক জানান, এই নতুন এইচ ডি ইউ ভবন সহ চিকিত্‍সা পরিষেবার জন্য সমস্ত যন্ত্রাংশ মিলিয়ে প্রায় ৬ কোটি টাকা খরচ হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ভবনের বেড সংখ্যা ২৬ টি রয়েছে। এনিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর, শালবনি, ঘাটাল হাসপাতালে এইচ ডি ইউনিটে শয্যার সংখ্যা দাঁড়ালো ৮৬ টি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *