আমাদের ভারত, ২৬ জুলাই: শনিবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই, সে কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সে কারণে দিঘা–তাজপুর–মন্দারমণির উপকূলে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।
কোনও ভাবে পর্যটকরা যাতে সৈকতে যেতে না পারেন সে কারণে কড়া নজরদারি চালানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনী কোনও পর্যটককে সমুদ্রের কাছে যেতে দেখলেই বাঁশি বাজিয়ে সতর্ক করছেন। তার সঙ্গে নুলিয়ারাও সতর্ক করছেন।
সেই সঙ্গে বিভিন্ন সময়ে মাইকে করে পর্যটকদের সমুদ্রের কাছাকাছি যেতে নিষেধ করছে পুলিশ–প্রশাসন। যাঁরা আনন্দ করতে সপ্তাহান্তে সৈকত শহর দিঘা–মন্দারমণিতে গিয়েছেন তাঁদের অনেককেই শনি এবং রবি দুই–দিনই হোটেল বন্দি হয়েই কাটাতে হচ্ছে। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস সেই সঙ্কেতই দিয়েছে।