আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ মার্চ: লকডাউনের ফলে জামায়েত নিষিদ্ধ। তার ফলে হচ্ছে না কোনও রক্তদান শিবির। হাসপাতালে ও নার্সিংহোম গুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট। তাই এই রক্তের সংকট কিছুটা হলেও দূর করতে তমলুক ভলান্টারি ব্লাড ডোনার্স এ্যাসোশিয়েশনের সদস্যরা এগিয়ে এসেছে৷ এই রক্তদান শিবিরে রক্তদান করলেন জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়।
আজ ছিল তমলুক ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ৩০ তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে পূর্বঘোষিত সমস্ত অনুষ্ঠানসূচি বাতিল করা হয়েছে লকডাউনের কারণে। কিন্তু রক্ত সংকটের কারণেই কেবলমাত্র এই রক্তদানের কর্মসূচি রাখা হয়েছে। এ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান শিবির হল তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল। এই শিবিরে ৩৬ জন রক্ত দান করেন।