সাথী দাস, পুরুলিয়া, ১৩ মে: কর্ণাটকে জয়ের উল্লাসের ঢেউ পৌঁছলো পুরুলিয়া জেলা কংগ্রেস দলে। জয়ের আভাস পেতেই শুরু হয়ে যায় উল্লাসের প্রস্তুতি। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজয় উৎসবে মেতে উঠলেন কংগ্রেস নেতা কর্মী। আবির খেলায় মাতলেন তারা। যোগ হয় ব্যান্ড পার্টি। আবির মেখে, মিষ্টি মুখ করিয়ে বিজয় উৎসব পালন করল কংগ্রেস শিবির। এই জয় সাধারণ মানুষের জয় বললেন জানালেন কংগ্রেস নেতারা।
জেলা কংগ্রেসের সহ সভাপতি প্রবীণ শামিম দাদ খান বলেন, “কর্ণাটকের মানুষ পথ দেখালেন দেশকে। একইভাবে সারা দেশে তা ত্বরান্বিত হবে। যাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, গণতন্ত্রের পক্ষে তাঁরাই জিতল।”
জেলা কংগ্রেসের নেতা সোহেল দাদ খান জানান, “কর্ণাটকের জয় আমাদের মনোবল বাড়ালো। একই সঙ্গে আরও বেশি মানুষের সমর্থন বাড়ালো।”