আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৮ মে: শনিবার বিকেলে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন কুলতলির জামতলায় জনসভা করতে এসে বিজেপিকে একের পর এক আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, দক্ষিণ কলকাতা তার জন্মভূমি হলেও তার কর্মভূমি এই দক্ষিণ ২৪ পরগনা জেলা। এইবারের লড়াই তৃণমূল আর বিজেপির নয়। কোথায় কত বেশি ভোটে জয় হবে তৃণমূলের সেই জয়ের ব্যবধানের লড়াই এই জেলায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের ভোট বিজেপিকে জবাব দেওয়ার ভোট। বিজেপি সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন অভিষেক। ভোটের সময় যখন আসে তখন দিল্লির বিজেপি নেতাদের দেখা যায় বাংলায়, তা ছাড়া কখনও তাদের দেখা যায় না বলে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে কখনই বিজেপিকে পাশে পাননি সুন্দরবনের সাধারণ মানুষ। সবসময় তারা পাশে পেয়েছেন তৃণমূলকে বলে এদিনের সভা থেকে দাবি করেন অভিষেক। দিল্লিতে গিয়ে ১০০ দিনের টাকা আনতে পারেননি বলেই রাজ্য সরকারি তহবিল থেকে টাকা দিয়েছেন ১০০ দিনের কাজের শ্রমিকদের। বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। মঞ্চ থেকে এদিন বিজেপি নেত্রীর অডিও ক্লিপ শোনান। বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী এই কথা বলেন বলে দাবি করেন অভিষেক। যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে বলে জানান তিনি। প্রধান মন্ত্রী চাইলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার।
লোকসভা ভোটের পর তিন মাসের মধ্যে কেন্দ্র থেকে টাকা এনে সাধারণ মানুষকে ১০০ দিনের টাকা দেবেন বলেও দাবি করেন অভিষেক।
গত দশ বছরে লাগাতার দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই এবারের লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে লড়াই বলে জানান অভিষেক। দু নম্বর বোতাম টিপে দু নম্বরি নেতাদের গালে চর মারার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান অভিষেক। নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে এদিন কটাক্ষ করেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি, সেই কারণে তাকে কটাক্ষ করেন। ২০২১ সালে অমিত শাহ এসে নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছুই দেয়নি বলেও অভিযোগ করেন অভিষেক। তিনি আরও বলেন, ভদ্র লোকেরা বিজেপি করে না, তাই ভোটে বুথে বুথে বিজেপির লক্ষ লক্ষ টাকা মদের জন্য বরাদ্দ। তিনি বলেন, বাড়ির পাশে দেখবেন কোনো ভালো লোক, ভদ্রলোক বিজেপি করে না। প্রতিমা মন্ডল জিতলে এই এলাকায় ৩০ কিলোমিটার নতুন রাস্তা করে দেবো বলে প্রতিশ্রুতিও দেন অভিষেক। পাশাপাশি যারা আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন, এই বছর শেষের আগে সেই বাড়ির টাকা দেবে তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমারা গ্যারান্টি দিচ্ছি, আগামী ৪ তারিখ তিনি এলাকাতেই থাকবেন। অভিষেক এখন দুবেলা মাছ খাচ্ছেন, কারণ মোদী বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী। তাই মোদীকে শিক্ষা দিতেই তিনি একবেলার পরিবর্তে এখন দুবেলা মাছ খাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, এখানে বোতাম টিপবেন ভূমিকম্প হবে দিল্লিতে।