আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল:
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের সাউরি গ্রামের এক বাসিন্দা ওড়িশায় গিয়ে করোনা পজেটিভ ধরা পড়েছে। তিনি বুধবার ভোরে চেকআপ করতে ভুবনেশ্বর যান। তাঁর স্ত্রীও ওড়িশায় নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
কয়েক মাস আগে তাঁর ব্রেন টিউমার অপারেশন হয়েছিল। আজ জেলা স্বাস্থ্য দফতর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ারা পর তাঁর পরিবারের সবাইকে এবং যে গাড়ি করে বৃদ্ধকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়ির চালক ও তার পরিবারের সদস্য সহ মোট ১২ জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। সেই সঙ্গে দাঁতনের সাউরি গ্রামটি আজ সিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মেদিনীপুর শহরের যে দুটি নার্সিং হোমে ঐ বৃদ্ধ ভর্তি ছিলেন সেই দুটি নার্সিংহোমের ডাক্তার, নার্স ও কর্মী সহ ৩৬ জনকে আজ কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে সমস্ত রকম সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।