Sourav Ganguly, Mithun, Sukanth, সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে এলেন সৌরভ গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী

আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: শুক্রবার সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে এলেন মিঠুন চক্রবর্তী ও সৌরভ গাঙ্গুলি। বেলার দিকে আসেন মিঠুন ও পরে সন্ধ্যায় আসেন সৌরভ গাঙ্গুলি।

শুক্রবার বেলার দিকে সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে যান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যদিও তিনি কয়েকদিন আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাইপাশের ধারে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় তাকেও দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার।

সন্দেশখালির ঘটনায় সাংবাদিকদের সামনে অভিনেতা তথা বিজেপি নেতা তীব্র নিন্দার সুরে বলেন, “এখন সময় এসেছে গোটা দেশের জেগে ওঠার। সন্দেশখালিতে যা হচ্ছে তার থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। মহিলাদের সঙ্গে আপনারা এই ধরনের খেলা খেলছেন? ” পাশাপাশি মিঠুন চক্রবর্তী আরো বলেন, “আমি রাজনীতি করি, কিন্তু সন্দেশখালিতে যা হচ্ছে তা রাজনীতির ঊর্ধ্বে।”

এরপর বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সুকান্ত মজুমদারকে দেখতে যাওয়ার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। হঠাৎ কেন বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে ছুটলেন সৌরভ যা ভাবিয়ে তুলেছে অনেককেই। কিছুদিন আগেই শোনা গিয়েছিল বিজেপির সঙ্গে তার সম্পর্ক তলানিতে চলে গিয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা গিয়েছিল বিদেশ সফরে সঙ্গী হতে। কিন্তু আবার দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে হাসপাতালে দেখতে ছুটলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ফলে এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

লোকসভা নির্বাচনের আগে সৌরভ- সুকান্ত সাক্ষাৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিজেপির কাছাকাছি আসতে চাইছেন দাদা? বেলার দিকে মিঠুনের পর সন্ধ্যায় সৌরভের আগমন কিন্তু রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে। যদিও এটাকে অনেকই সৌজন্য সাক্ষাৎ বলেই মনে করছেন। কিন্তু লোকসভা নির্বাচনে প্রাক্কলে এটা কি কোনো নতুন সমীকরণ সুকান্ত- সৌরভের মধ্যে ? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিসিসিআই- এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বিজেপির সঙ্গে সৌরভের সম্পর্কে ভাঙন তৈরি হয়েছিল বলেই মনে করা হয়। সেখানে আবার লোকসভা নির্বাচনের আগে সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *