রাজ্যের নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ২১ নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার তথা ভারতের ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করে দিলেন। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকেই এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন সৌরভ। তাই তখন সঙ্গে সঙ্গেই তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

বাম আমলে রাজ্যে কোনো ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিল না। তবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউডের বাদশা শাহরুখ খানকে রাজ্যের অ্যাম্বাসেডর করেন তিনি। এবার নিয়োগ করলেন সৌরভ গাঙ্গুলিকে। তবে শাহরুখকে সরিয়ে সৌরভকে নিয়োগ করেছেন কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খান সম্পর্কে কোনো কথা বলেননি।

এর আগে সাংসদ তথা অভিনেতা দেবকে রাজ্যের পর্যটন অ্যাম্বাসেডর ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার মমতা যা বললেন তাতে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ককেই বেছে নিয়েছেন। মমতার সঙ্গে সৌরভের সম্পর্ক বরাবরই ভালো। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক জল্পনা তৈরি হলেও মুখ্যমন্ত্রী ও সৌরভের মধ্যে কোনো দূরত্বই তৈরি হতে দেখা যায়নি। এরপর গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে, তাঁর সঙ্গে মাদ্রিদ সফরেও গিয়েছিলেন সৌরভ। স্পেনের বাণিজ্য মহলের সামনে বাংলা শিল্প সম্ভাবনার কথাও সৌরভ তুলে ধরেন। একই সঙ্গে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি।

মঙ্গলবারেও বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয় সৌরভ। স্পেনের ঘোষণা নিয়ে নতুন করে কিছু বলেননি তিনি। তবে নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌরভ। দাদা বলেন, “আমায় টেলিভিশনে দেখলেই উনি এসএমএস করেন। আমি এসএমএস করলে এক মিনিটে জবাব দেন। এরকম খুব কম হয় যে দিদি এসএমএসের জবাব দিতে দেরি করেন। আসলে সৌরভ বোঝাতে চেয়েছেন, ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত যত্নশীল।

এদিকে বিসিসিআইয়ের দায়িত্বভার কাঁধের উপর না থাকায় সৌরভ হয়তো কিছু বাড়তি সময় দিতে পারবেন এখন। রাজ্যে শিল্পের সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, রাজ্যে সত্যিই বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আসুন।‌ সৌরভের বক্তব্যের পর আরো অনেকটা সময় গড়িয়ে যায়। সম্মেলনে মুকেশ আম্বানি আগামী তিন বছরে রাজ্যে বড় অংকের বিনিয়োগের ঘোষণা করেন। বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যাবতীয় শিল্পের সম্ভাবনা জানানোর পরে তিনি বলেন, “আমি এখন একটা ঘোষণা করতে চাই। সৌরভের নাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেই ডেকে নেন দাদাকে। বলেন, আমি না শুনতে চাই না। পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। সৌরভ কাছে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *