আমাদের ভারত, ১৬ জুলাই:করোনায় আক্রান্ত হয়েছেন দাদা স্নেহাশিস গাঙ্গুলি। বুধবার রাতেই এই খবর পাওয়া গিয়েছিল। জানা যাচ্ছে তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গায়ে হালকা জ্বর থাকলেও তার অবস্থা স্থিতিশীল। তবে সূত্রের খবর দাদার করোনা হওয়ার খবর পাওয়ার পরই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি হোম কোয়ারেন্টিনে থাকছেন। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও হোম কোয়ারেন্টিনে থাকছেন।
বাংলা রঞ্জিত এ টিমের সদস্য প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব। ফলে তার সংস্পর্শে আসার সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত।
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিসের স্ত্রী। তার আগে স্নেহাশিসের শ্বশুর ও শ্বাশুড়িও করোনা আক্রান্ত হন। তখন স্নেহাশিসও করোনা আক্রান্ত বলে রটেছিল। কিন্তু নিজে সেকথা খারিজ করেন তিনি। তবে এবারের রিপোর্ট পজিটিভ।
জানা গেছে কিছুদিন ধরেই জ্বর ছিল স্নেহাশিসের। মোমিনপুরে তিনি যে কমপ্লেক্সে থাকেন সেখানে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তার করোনা পরীক্ষা করা হয়। রাতেই পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। পরে বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এরপরই দাদাও হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে।
জানা গেছে, সৌরভ গাঙ্গুলির জন্মদিন ছিল ৮ জুলাই। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সকলে। এদের মধ্যে কারা স্নেহাশিসের সংস্পর্শে এসেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বিসিসিআই কাজের সঙ্গে দাদাগিরির জন্য শুটিং করার কথা ছিল সৌরভের। কিন্তু রাজারহাট ষ্টুডিও আপাতত কনটেইনমেন্ট জোন হয়ে যাওয়ায় শুটিং শুরু হয়নি।
অন্যদিকে স্নেহাশিসের সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রটোকল মেনে আগামী কয়েকদিন হোম কোয়ারেন্টিনে থাকবেন সিএবি প্রেসিডেন্টও। পরবর্তী নোটিশ পর্যন্ত সিএবি বন্ধ থাকবে বলে জানা গেছে।