আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ নভেম্বর:
এবারের দীপাবলি ও ছটপুজোয় কোনও রকমের বাজি পোড়ানো যাবে না বলে বৃহস্পতিবারই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর উচ্চ আদালতের সেই নির্দেশিকার আগেই বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করল। বারুইপুর পুলিশ জেলার সোনারপুর, বারুইপুর ও জয়নগর এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ।
এর পাশাপাশি শুক্রবার থেকে বিভিন্ন বাজির বাজারে তল্লাশি অভিযান চালাবে পুলিশ। এবারের দীপাবলি ও ছট পুজোয় কোনও রকম বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত। ফলে মাথায় হাত পড়েছে বাজি ব্যবসায়ীদের। এরই মধ্যে যারা ইতিমধ্যেই প্রচুর বাজি মজুত করেছে তারা তাদের সেই বাজি বিভিন্ন জায়গায় পাচারের কথা ভাবছে। সেই কারণে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই নাকা চেকিংও শুরু করেছে পুলিশ।