আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর: মহালয়ার আগে প্রচুর শব্দবাজি উদ্ধার হল জলপাইগুড়ি শহরের দিনবাজার থেকে। সোমবার গোপন সুত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী অভিযান চালায়। পুলিশের উপস্থিত বুঝেই শব্দবাজির কয়েকটি কাটুন রেখে তারা পালিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ জানায়, দিনবাজারের এক বাজির দোকানের ঢিল ছোড়া দূরত্বে রাস্তার পাশে বাজিগুলি রাখা ছিল। ছোট গাড়িতে করে বাজি নামিয়ে সেখানে রাখা হয়। পুলিশের উপস্থিতি বুঝেই পালিয়ে যায় সকলে। সব বাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার হওয়া শব্দিবাজির বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।
পুলিশ জানায়, শব্দবাজি বন্ধ করতে নজরদারি শুরু হয়েছে। সঙ্গে সব বাজি ব্যবসায়ীদের সর্তক করতে বৈঠক করা হবে জানায় পুলিশ।
আইসি অর্ঘ্য সরকার বলেন, “নিষিদ্ধ শব্দবাজি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যে ব্যবসায়ী নিষিদ্ধ শব্দবাজি রাখবেন কিংবা যার কাছ থেকে শব্দ বাজি পাওয়া যাবে তাঁকে গ্রেফতার করা হবে।