২৪ জুন থেকে রাজ্যজুড়ে ৩৯টি ভার্চুয়াল সভা করবেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ জুন: আগামী ২৪ জুন থেকে ২০২১ এর লক্ষ্যে রাজ্যজুড়ে ভার্চুয়াল সভা করবেন রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। যুবমোর্চার সাংগঠনিক জেলাগুলিকে নিয়ে এই সভা করবেন তিনি। ৩৯টি সাংগঠিক সভা হবে জেলায়। ভার্চুয়াল সভায় সাংগঠিক জেলা সভাপতি ও জেলা সম্পাদকরা উপস্থিত থাকবেন। প্রত্যেকটি সভাতে ৫০ হাজারের কাছাকাছি লোক সমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

বছর ঘুরলেই বিধানসভার ভোট। তার আগে সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন সৌমিত্র খাঁ। জেলার কর্মীদের আগামী দিনের লক্ষ্য ভার্চুয়াল সভায় ঠিক করবেন বিষ্ণুপুরের সাংসদ। প্রসঙ্গত, রাজ্যে অমিত শাহের ভার্চুয়াল সভার সাফল্যের পরেই তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সভা করার পরিকল্পনা নিয়েছে যুবমোর্চা। সংগঠনের রাজ্যে সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, মানুষ বিজেপির দিকে তাকিয়ে। বিজেপির কথা শুনতে চাইছে। তাই মানুষের চাহিদা অনুযায়ী ও তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে যুবমোর্চা সাংগঠনিক সভা করছে বলে জানিয়েছেন তাপস ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *