আমাদের ভারত, কলকাতা, ১৭ আগস্ট: ২০২১ – এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য সংকল্প নিয়ে মাথা ন্যাড়া করে ভগবানের কাছে প্রার্থনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বাঁকুড়ায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ জেলা বিজেপি নেতাদের নিয়ে মাথা নেড়া করেন। তারপর শিবের কাছে ২০২১- এর জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, হিন্দু ধর্মে ত্যাগের কথা বলা হয়েছে। তাই আমরা এদিন গেরুয়া বসন পরে, মস্তক মুন্ডন করালাম। যুবমোর্চার রাজ্য সভাপতি আরও বলেন, এই সরকার পুরোপুরি হিন্দু বিরোধী। এখানে রামের পুজো করতে দেওয়া হয় না। তাই এই সরকারকে ২০২১ এ পরাজিত করতে ভগবানের কাছে প্রার্থনা জানালাম।

পাশাপাশি তিনি বলেন, আমাদের বহু দলীয় কর্মী খুন হয়েছেন। খুনিদের বিচার হয়নি। তাদের আত্মার শান্তি কামনায় বিজেপি যজ্ঞ করেছে। তার সঙ্গে এদিন জেলা বিজেপির মোট ন’জন কার্যকর্তা মস্তক মুন্ডন করেন।

