নবান্ন অভিযানের ডাক দিলেন যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ

আমাদের ভারত, কলকাতা, ৩০ আগস্ট: রাজ‍্যে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে নবান্ন অভিযানের ডাক দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। রবিবার দলের রাজ্য সদর দফতরে বসে এইকথা জানান তিনি। সৌমিত্র খাঁ জানিয়েছেন, রাজ‍্যজুড়ে বেকারত্ব বেড়েই চলছে। রাজ‍্য সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে নিয়োগের দাবি জানালেও সমাধান হয়নি। যুবমোর্চা এক মাস ব‍্যাপী রাজ‍্যে এক লক্ষনবুথে সভা করবে। প্রতিটি বুথে বেকার যুবকদের চাকুরির দাবিতে ধর্না দেবে। তারপর নবান্ন অভিযান করবে যুবমোর্চা। রাজ‍্যের পুলিশ প্রশাসন আটকানোর চেষ্টা করলে তার ফল ভয়নাক হবে বলে হুমকি দিলেন সৌমিত্র খাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *