আরামবাগ টিভির সাংবাদিকের গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন সৌমিত্র খাঁ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ জুন : ফের কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। মঙ্গলবার আরামবাগ টিভির সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে কলকাতা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ দেখান যুবমোর্চার রাজ্যসভাপতি। যদিও তার আগে দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে থামিয়ে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিরুদ্ধে খবর করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। গণতন্ত্রকে হত্যা করতেই আরামবাগ টিভির সাংবাদিকদের উপর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান যুবমোর্চার রাজ্য সভাপতি। রাজ্যের এমন অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যুবমোর্চা সবসময় লড়াই করবে।

এদিন জামায় কালো ব্যাজ লাগিয়ে প্রেসক্লাবের সামনে আসেন যুবমোর্চার কর্মীরা। এরপর পুলিশের তরফে জমায়েতে না করার জন্য বলা হয় যুব মোর্চার কর্মীদের। কিন্তু যুবমোর্চার কর্মীরা পুলিশের কথা না শুনেই তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। শেষে পুলিশ সৈমিত্র খাঁকে গ্রেফতার করে। রাজনৈতিক আন্দোলনে পুলিশ বার বার হস্তক্ষেপ করছে বলে জানান যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ। তিনি বলেন, পুলিশ কখনই যুবমোর্চাকে আটকাতে পারবে না। সংবাদ সংস্থা ও সাংবাদিকদের উপর রাজ্যের পুলিশ আক্রমন করলে যুবমোর্চা আন্দোলন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *