“ভোটের আগে ভয় পেয়ে হিন্দুদের দিকে দরদ দেখাচ্ছেন,” মুখ্যমন্ত্রীকে আক্রমণ সৌমিত্র খাঁর

সাথী দাস, পুরুলিয়া, ৯ সেপ্টেম্বর: এতদিন বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগ উঠত। এবার বিজেপি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলল। বুধবার, পুরুলিয়ায় দলীয় সাংগঠনিক সভায় যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্গা পূজা ইস্যুতে আক্রমন করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ।

ঙ্গলবার পুলিশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজেপির নাম না করে একটি পোর্টালের করা খবর উল্লেখ করে বলেছিলেন, “এ কাজ কে করেছে সবাই জানে। নাম আর বলব না। যারা দুর্গাপুজো করেনি জীবনে তারা পুজো নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে। যারা ভুয়ো মেসেজ ছড়িয়েছে তাদের কান ধরে ওঠবোস করাও। অহংকারী দল, পাষণ্ডের দল, নির্লজ্জ, শোষণের দল। সরকার এখনো মিটিংই করেনি। পুজো নিয়ে সরকার এ ধরনের কোনও সিদ্ধান্ত নিয়েছে এটা প্রমাণ করতে পারলে আমি সবার সামনে ওঠবোস করব।”

কার্যত এরই পাল্টা অভিযোগে সরব হলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। আজ পুরুলিয়া শহরে দুলমিতে দলীয় লোকসভা কার্যালয়ে তিনি  সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে বলেন, “মমতা ব্যানার্জি ধর্মের ভিত্তিতে বিভাজন করে রাজনীতি করছেন। এখন ভোটের আগে ভয় পেয়ে হিন্দুদের দিকে দরদ দেখাচ্ছেন।” তাঁর আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী সম্প্রতি কলকাতায় গণেশ পুজো বন্ধের ফতোয়া দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে সৌমিত্র গলা চড়িয়ে বলেন, “পুজো হবেই। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই পুজো বন্ধ করার।”

উত্তরবঙ্গের দুই নাবালিকার ধর্ষণের প্রসঙ্গ টেনে সৌমিত্র এ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ করেন।  আর এখানেও তৃণমূলের লোকেরাই যুক্ত বলে তাঁর অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *