দুই কিডনিই বিকল, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

রাজেন রায়, কলকাতা, ২৭ অক্টোবর: শারীরিক পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হতে শুরু করেছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ইতিমধ্যেই রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। শেষ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর ২টি কিডনি কাজ করছে না। তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের সমস্যাও দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কোভিড পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ার পরে হাসপাতালে ভর্তি হন অশীতিপর সৌমিত্রবাবু। সোমবার দুপুরে রক্তে প্লেটলেট কাউন্ট বেশ কিছুটা হ্রাস পেলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে অভিনেতা চিকিৎসকদলের প্রধান অরিন্দম জানান, ‘তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। তাঁর শরীরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আমরা বন্ধ করলেও শরীরে তার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ডিহাইড্রেশন ও ওষুধের প্রতিক্রিয়ায় ইউরিয়া ক্রিয়েটিনিন-এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাঁর প্রস্রাবের পরিমাণও সন্তোষজনক নয়।’ প্রতি মুহূর্তে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। বয়সজনিত কারণ, একাধিক মারাত্মক জটিল রোগ এবং প্রচুর পরিমাণ ওষুধ প্রয়োগে শারীরিক প্রতিক্রিয়ার কারণে সমস্যা জটিলতর হয়ে দাঁড়াচ্ছে।’

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও করোনাকে আগেই হারিয়ে দিয়েছেন ফেলুদা। কিন্তু বার্ধক্যজনিত সমস্যার কারণে অন্যান্য জটিল রোগ সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও তাকে আগের অবস্থায় ফেরাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *