আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জানুয়ারি: প্রাইমারি, আপার প্রাইমারিতে লাখ লাখ টাকা নিয়ে ছেলেদের চাকরি দিচ্ছে অভিষেক। আমি বলেছিলাম, জঙ্গলমহল তথা বাঁকুড়া ও বিষ্ণুপুরের ছেলেদের কথা ভাবুন। ও বলেছিল বারো লক্ষ টাকা দিন চাকরি হয়ে যাবে। দাঁতনের দেউলিতে যুবমোর্চার সভামঞ্চে দাঁড়িয়ে এই কথা বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে আরও বলেন, তথ্যপ্রমাণ দিয়ে প্রমাণ করব তুমি চোর। এক আইএস অফিসার মারফত তাকে দিয়ে টাকা তোলাচ্ছে। এই ভাইপোকে একদিন কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব এটা আমি শপথ গ্রহণ করলাম। সব ছেলেকে দিয়ে কেস করাব আর এই তথ্য আমি উদ্ঘাটন করাব। বাংলার ছেলেদের স্বপ্ন আমি কেড়ে নিতে দেব না।