আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ আগস্ট : রাজ্যের জন স্বাস্থ্য ও কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। কোনো উপসর্গ নেই, রয়েছেন হোম আইসোলেশনে। তিনি নিজে ফেসবুকে এই কথা জানিয়েছেন।

লকডাউনের শুরু থেকেই মন্ত্রী সৌমেন মহাপাত্র বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন ত্রাণ সাহায্য নিয়ে। বর্তমানে জেলায় তথা পাঁশকুড়াতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই কারণেই কোনও রকম উপসর্গ না থাকা সত্বেও করোনা পরীক্ষা করেছিলেন মন্ত্রী। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তিনি স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী হোম আইসোলেশানে আছেন। সেই কথাই তিনি আজ ফেসবুকে জানিয়েছেন।

