কোমল মনের মানুষ ছিলেন সৌমেনদা: মানস

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই:
প্রদেশ কংগ্রেসের দক্ষ সংগঠক এবং নরম মনের মানুষ ছিলেন সোমেন মিত্র। বৃহস্পতিবার সোমেন মিত্রের স্মৃতিচারণায় একথা জানালেন বর্তমান তৃণমূলের রাজ্যসভার সদস্য তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস ভুঁইঞা। একুশ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে সোমেন মিত্র কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বুধবার রাত একটা পঞ্চাশ মিনিটে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যু হয়। সোমেনবাবু অসুস্থ হওয়ার পর থেকেই নিয়মিত তার খোঁজখবর রেখেছেন মানস ভুঁইঞা। একসঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবন কাটানো মানস বাবু বলেন, সৌমেনদার মৃত্যুতে রাজ্য রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ হবে না। তিনি ছিলেন মূল ধারার কংগ্রেস রাজনীতিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *