স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ নভেম্বর: আজ থেকে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের দোমহনা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারদহ গ্রামে শুরু হল সোনামতি কুম্ভরানী দুর্গাপূজা। করোনা আবহের মধ্যে এই পূজা অনুষ্ঠিত হওয়ায় সরকারি সমস্ত রকম বিধিনিষেধ মেনে পূজার আয়োজন করা হয়েছে। বাতিল করা হয়েছে চিরাচরিত মেলা। মন্দিরে পুণ্যার্থীদের জন্যও কড়াকড়ি। পুরো মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
দূর্গাপুজার আটদিনের পরের মঙ্গলবারে করনদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে সোনামতি কুম্ভরানী দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সোনামতি নামে প্রায় ৫০ বিঘা জমি আছে।সেই জমি আয় থেকেই এই পূজা হয়ে আসছে। একদিনের পূজা হলেও সাতদিন ধরে মেলা হয়। উত্তর দিনাজপুর জেলা ছাড়াও পাশ্ববর্তী দক্ষিন দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে অসংখ্য মানুষ এই পূজা দেখতে আসেন। পূজাকে ঘিরে যে মেলা বসে সেই মেলাতেও অসংখ্য মানুষ উপস্থিত হন।
করোনা আবহের কারনে এবারে চিত্রটা অন্যরকম। অনারম্বরভাবে এবারে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পুণ্যার্থী থেকে পূজা উদ্যোক্তা প্রত্যেকের মাস্ক পড়া বাধ্যতামূলক। এছাড়াও মেলা পুরোপুরি বাতিল করা হয়েছে। পূজার আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে যে দোকানিরা বসেছেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখেই দোকানদারি করছে। মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি করা হয়েছে। সরকারি সমস্ত রকম বিধিনিষেধ মেনে এবারে পূজার আয়োজন। দূরদূরান্ত থেকে পূজা দিতে মানুষেরা জানিয়েছেন, সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক আগামী বছর ধূমধাম করে পূজা করা যাবে। পূজা কমিটির সম্পাদক গুনধর সিংহ জানিয়েছেন, মায়ের কাছে তাদের একটা আবেদন বিশ্ব করোনা মুক্ত হোক। সবাই যেন সুস্থ থাকে ভাল থাকে।