নীল বনিক, আমাদের ভারত, ৫ মার্চ: প্রধানমন্ত্রীর ডাকে সারাদিয়ে আজ রাতে প্রদীপ জ্বালাবেন সোনাগাছির যৌনকর্মীরা। রবিবার সকালে রাজ্য বিজেপির যুব যুবমোর্চার সহসভাপতি প্রকাশ দাস সোনাগাছি সহ তার পার্শ্ববর্তী এলাকায় দুহাজার প্রদীপ বিলি করেন। তারসঙ্গে সোনাগাছির যৌনকর্মীর মধ্যে রান্না করা খাবার বিলি করেন। এদিন তাঁরা ডাল, ভাত ও ডিমের ঝোল খাওয়ান গরিব যৌনকর্মী ও তাদের পরিবারের সদস্যদের।
লকডাউন চলা পর্যন্ত এইভাবেই অভুক্ত মানুষের পাশে দাঁড়ানো হবে বলে জানিয়েছেন যুবমোর্চার রাজ্য সহসভাপতি। তিনি বলেন, আজ প্রদীপের চাহিদা সবথেকে বেশি ছিল। সোনাগাছি সহ বিভিন্ন স্থানে মানুষ তাঁদের থেকে প্রদীপ চেয়ে নিয়েছেন বলে জানান তিনি।