সাথী দাস, পুরুলিয়া, ৭ অক্টোবর: মদ খাওয়ার টাকা না দেওয়ায় বাবাকে খুন করল ছেলে। এমনই ঘটনার অভিযোগে মদ্যপ ছেলেকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া মফঃস্বল থানার বেলকুঁড়ি গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম নীলকান্ত গোপ (৬০)। খুনি ছেলের নাম পাপাই গোপ। সে মদ কেনার জন্য বাবার কাছ থেকে টাকা চায়। কিন্তু ছেলেকে মদ কেনার জন্য টাকা দিতে কিছুতেই রাজি
হননি বৃদ্ধ পিতা। এতেই বেজায় চটে সবজি কাটার ছুরি দিয়ে প্রথমে গলায় পরে পেটে আঘাত করে ছেলে। গুরুতর আহত অবস্থায় নীলকান্তকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে কিচ্ছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। এরমধ্যেই ছেলে অবশ্য পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
মৃতের স্ত্রী পরিজনরা জানান, মদ খাওয়ার টাকা নিয়ে প্রায়ই বাড়িতে এমনকি মামারবাড়িতে ঝামেলা অশান্তি করত পাপাই। তেমন কোনও কাজ নিয়মিত করত না সে। ওই দিন টাকা না পাওয়ায় রাগে ফুঁসছিল। শেষ পর্যন্ত বাবাকে সে মেরেই ফেলে।