সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩০ নভেম্বর: বচসার জেরে নিজের বাবাকেই স্ক্র ড্রাইভার দিয়ে খুন করল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার বেনিয়াপুকুরের আহিরিপুকুরে। বাবা রহমত আলিকে খুনের অভিযোগে ছেলে মহম্মদ ইমরানকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ। যদিও খুনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি পুলিশের।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে বেনিয়াপুকুর এলাকার আহিরিপুকুরে মহম্মদ ইমরান তার বাবা রহমত আলির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তারপরে শুরু হয়ে যায় মারপিট। মেরে বাবার নাক ফাটিয়ে দেয় ইমরান। টেবিলের ওপর থাকা স্ক্র-ড্রাইভার দিয়েও বাবাকে আক্রমণ করে সে।
এদিকে বাবা ছেলের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। গুরুতর জখম অবস্থায় রহমত আলিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। শনিবার সকালে মৃত্যু হয় রহমত আলির। বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ইমরানকে।