ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে এলোপাথাড়ি কুপিয়ে আত্মহত্যার চেষ্টা জামাইয়ের, চাঞ্চল্য অশোক নগরে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৮ আগস্ট: পারিবারিক অশান্তির জেরে শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপ জামাইয়ের, নিজেও আত্মঘাতী হবার চেষ্টা। ঘটনাটি অশোকনগর থানার দেবীনগর সাহা পুকুর পাড় এলাকার। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জামাই বিশ্বজিৎ ঘরাই প্রাক্তন সেনা কর্মী, প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর ১ বছর আগে দ্বিতীয়বার বিয়ে করেন। স্বাধীনতা দিবসের দিন স্ত্রী নমিতা চক্রবর্তীর সঙ্গে পারিবারিক অশান্তি হয় বিশ্বজিতের। তারপরে স্ত্রী নমিতা চক্রবর্তী অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাপের বাড়ি চলে আসেন।
আজ অর্থাৎ ১৮ তারিখ দুপুরে আচমকা বিশ্বজিৎ নমিতার বাড়িতে আসে ধারালো অস্ত্র নিয়ে এবং ঝাঁপিয়ে পড়ে শাশুড়িকে খুন করবার জন্য এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে। আহত শাশুড়ি মাধুরী চক্রবর্তীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে আহত বিশ্বজিৎ ঘোড়াইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অশোক নগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *