স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ এপ্রিল: পারিবারিক বিবাদের জেরে বৌমার হাতে শ্বশুর খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের অন্তরা গ্রামের গোকুয়া এলাকায়। মৃত ওই শ্বশুরের নাম আব্দুল রহমান (৬৫)। ঘটনার পর থেকে পলাতক বৌমা। পুলিশ বৌমার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের অন্তরা গ্রামের গোকুয়া এলাকার বাসিন্দা আব্দুল রহমান পেশায় মাংস বিক্রেতা। কয়েক মাস আগে আব্দুল রহমান ছেলে আনিসুর রহমানকে তার স্ত্রী আয়েশা খাতুন পারিবারিক বিবাদের জেরে স্বামীকে মারধর করে বাড়ি থেকে পালিয়ে যায়। দীর্ঘ কয়েক মাস বাদে আয়েশা খাতুন তার স্বামীর বাড়িতে ঢুকতে গেলে তার সাথে স্বামী ও শ্বশুরের বিবাদ শুরু হয়। আয়েশা আচমকা একটি বাঁশ দিয়ে শ্বশুর আব্দুল রহমানকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্বশুরের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন গ্রামবাসীরা। এর ফাঁকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আয়েশা খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। আনিসুর রহমান তার স্ত্রীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আয়েশার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

